২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক জুন মাসেঃ শিক্ষামন্ত্রী

করোনার জেরে পিছিয়ে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২১-এর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে। বুধবার রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন এই খবর। বুধবার তিনি জানিয়েছেন, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে দিয়ে জুন-জুলাই মাসে করতে চেয়ে প্রস্তাব দিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সেই প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য সরকার। 

ঠিক হয়েছে, প্রথমে হবে মাধ্যমিক পরীক্ষা এরপরেই হবে উচ্চমাধ্যমিক। পার্থ চট্টোপাধ্যায় আরও জানিয়েছেন, দুটি পরীক্ষার বিস্তারিত সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। করোনার জেরেই পিছিয়ে গেল দুটি পরীক্ষা বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, গত মার্চ মাস থেকেই বন্ধ রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছরে সেগুলি চালু হওয়ার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে রাজ্য সরকার। তবে আগামী বছর বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন শুরু হলেও স্কুল খোলা নিয়ে কিছু জানানো হয়নি। তাই পড়ুয়াদের ক্লাস চলছে অনলাইনেই। তাই যথাসময়ে পরীক্ষা হলে সমস্যায় পড়তে পারেন পড়ুয়ারা। এই নিয়ে চিন্তায় ছিল পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরাও। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post