রোগীর পেট কেটে বেরোল আস্ত 'ডিম'

পেটের যন্ত্রনায় দীর্ঘদিন কষ্ট পাচ্ছিলেন রোগী। টিউমার বের করার জন্য অস্ত্রোপচার করতেই বেরোল আস্ত 'ডিম'। ঘটনায় রীতিমত চাঞ্চল্য আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে। আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন রোগী। 

চিকিৎসকরা জানিয়েছেন, দেখতে ডিমের মতো হলেও এটি আসলে বডি ফাইবারের সঙ্গে চর্বি, ক্যালশিয়াম জমাট বেঁধে এমন আকার নিয়েছে। চিকিৎসা বিজ্ঞানে একে ‘পেরিটোনিয়াল লুজ বডি’ বা ‘অ্যাবডমিনাল মাইস’ বলা হয়। গত ৩ ডিসেম্বর অসহ্য পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন দমদম এলাকার এক প্রৌঢ় ব্যক্তি। বেশ কয়েকদিন ধরেই কষ্ট পাচ্ছিলেন তিনি। আল্ট্রাসনোগ্রাফি করে দেখা যায় তাঁর তলপেটে মূত্রথলির কাছে টিউমার রয়েছে। এরপরেই মঙ্গলবার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।  

তবে অস্ত্রোপচারের পর টিউমার বের করার পর তার আকৃতি দেখে অবাক চিকিৎসকরা। টিউমারটি প্রায় ৫ সেন্টিমিটার লম্বা। সাধারণত, পুরুষদের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স থেকে এই ধরনের বডি ফাইবার ও মহিলাদের ক্ষেত্রে জরায়ুর থেকে ছোট টিউমার জমাট হয়ে এ ধরনের বস্তু তৈরি হতে পারে। তবে অবিকল সেদ্ধ ডিমের আকারে এমন টিউমার অবশ্যই বিরল।         


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post