'স্পেশাল সামওয়ান' ক্যাপশন লিখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করলেন একতা কাপুর। তবে কি এবার সাতপাকে বাঁধা পড়বেন তিনি তনবীর বুকওয়ালার সঙ্গে ছবি শেয়ার করতেই শুরু একতার বিয়ে নিয়ে গুজব।
হিন্দি টিভি সিরিয়ালের অন্যতম নাম একতা। তাঁর পরিচালনায় কিউ কি সাস ভি কভি বহু থি, কাহানি ঘর ঘর কি, কুমকুম সহ বহু জনপ্রিয় সিরিয়াল দর্শকদের মন জয় করেছে এই সিরিয়াল। কেরিয়ারে সাফল্যের পাশাপাশি নানা কারণেই খবরের শিরোনামে থেকেছেন জিতেন্দ্র কন্যা। এরআগে সারোগেসি পদ্ধতিতে সিঙ্গল মাদারও হয়েছেন তিনি।
এবার স্পেশাল সামওয়ান ক্যাপশন লিখে একতা জানান, খুব তাড়াতাড়ি সব জানাবেন। সঙ্গে তনবীরও কমেন্টে লেখেন, তাঁদের বন্ধুত্বকে এবার সম্পর্ক পরিণত হওয়ার সময় এসে গিয়েছে।
Post a Comment
Thank You for your important feedback