সমস্যায় ইএসআই সুরক্ষা


প্রতিষ্ঠান ও কর্মী দু পক্ষকেই বাধ্যতামূলক ভাবে যে টাকা ইএসআইতে জমা দেওয়া হত তার অঙ্ক কমানো হয়েছে গত বছর থেকেই, এর ফলে কর্মীদের ইএসআই এর যে সামাজিক সুরক্ষা প্রকল্প চালানোর জন্য প্রয়োজনীয় আয় নিয়মিত ভাবে কমছে বলে অভিযোগ। ২১ হাজারের মধ্যে যাদের আয় এবং তারা যে যে সুবিধা পান অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা, অসুস্থতার কারণে অনুপস্থিতিতে বেতন পাওয়া, কাজের ক্ষমতা হারালে ক্ষতিপূরণের মতো নানান সুবিধা পান তা ব্যাহত হওয়ার সম্ভাবনা প্রবল। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ারের কাছে আর্জি জানানো হয়েছে, বিষয়টি যাতে পুনঃবিবেচনা করা হয়।

শ্রমমন্ত্রী বিষয়টি নিয়ে ভাবছেন। কিন্তু গতবছর জুলাই থেকে একবছরের হিসাব দেখলে আয়ের ঘাটতি ৭৮০০ কোটি। কিন্তু ইএসআই সূত্রের খবর গত অর্থবর্ষে সদস্যদের স্বাস্থ্য পরিষেবা সহ বিভিন্ন সুবিধা দেওয়ার খরচ বেড়েছে ১৪৩৭ কোটি টাকা।     




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post