শীতকালে শুষ্ক আবহাওয়ার জন্য যে কোনও মানুষের শরীর শুষ্ক হবেই। কিন্তু মাত্রাছাড়া শুষ্কতা অসুস্থতার লক্ষণ, তাদের ডাক্তার দেখানো দরকার। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হওয়া অনেকের মধ্যে ভীষণ রকম শুষ্কতার লক্ষণ দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েইছিলেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় এই সমস্যা হবে। সুতরাং ঘরোয়া খাওয়া দাওয়ায় নজর দেওয়া উচিত। কিন্তু শুধু করোনা রোগীই নন, এই সমস্যা অনেকেরই হচ্ছে।
চিকিৎসকরা জানাচ্ছেন, প্রচুর পরিমাণে জল, সবুজ সবজি, ফল এবং ফলের রস খেতেই হবে। বডি অয়েল লাগানোর পরও শরীর শুকনো লাগছে? তবে ডাক্তারের কাছে যেতেই হবে। খুব কঠিন রোগ ছাড়াও অ্যাসিডিটি, লিভার সংক্রান্ত রোগেও শরীর শুষ্ক থাকে। নিয়মিত গরম জলে স্নান করলেও শরীর শুষ্ক থাকে সে ক্ষেত্রে আলমন্ড বাদাম খেতে হবে। তবে সম্প্রতি আমেরিকার একটি মেডিকেল পত্রিকা জানাচ্ছে, করোনা রোগের পর অন্য রোগ হানা দেওয়ার লক্ষণ শরীর শুষ্ক হওয়া, সতর্ক হওয়া উচিত।
Post a Comment
Thank You for your important feedback