আফগানিস্তানের রাজধানী কাবুলে ফের সন্ত্রাসবাদী হামলা। রবিবার সকালেই এক গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা ২০, তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেই জানা গিয়েছে। আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আনদারাবিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কাবুল শহরে সন্ত্রাসবাদীরা আক্রমণ শানিয়েছে। বিস্ফোরণে আমাদের ৯ জন নাগরিক মারা গিয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। সেদেশের শীর্ষ সূত্র মারফত আরও জানা গিয়েছে, কাবুলের পশ্চিম প্রান্তে একটি জনবহুল এলাকায় একটি বিস্ফোরক বোঝাই গাড়িতে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। খবর পেয়ে দ্রুত শুরু হয়েছে উদ্ধারকাজ। মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই জানাচ্ছে আফগানিস্তানের স্বাস্থ্যমন্ত্রক।
Afghanistan Interior Minister Massoud Andarabi says 9 people killed and 20 more wounded in an explosion in Kabul today: TOLOnews
— ANI (@ANI) December 20, 2020
Post a Comment
Thank You for your important feedback