কৃষি আইন নিয়ে বৈঠকের জন্য কেন্দ্রের চিঠির পরিপ্রেক্ষিতে তাঁরা কী করবেন, তা ঠিক করতে মঙ্গলবার নিজেদের মধ্যে আলোচনা করবেন কিষাণ সংযুক্ত মোর্চার নেতারা। তারই মধ্যে কৃষক সংগঠনগুলি বিহারের মতো অন্য রাজ্যেও চাষিদের সমর্থন জোগাড়ের চেষ্টা করছেন। মহারাষ্ট্র থেকে হাজারে হাজারে কৃষক কিষাণ সভার নেতৃত্বে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। নাসিক থেকে তাঁদের যাত্রা শুরু হয়েছে। যাত্রা শুরুর আগে আগে তাঁরা কেন্দ্রীয় মন্ত্রীদের কুশপুতুল পুড়িয়েছেন।
কৃষকরা সোমবারই জানিয়েছেন, কেন্দ্রের চিঠিতে নতুন কিছুই নেই। আগেই সরকারি প্রস্তাব নাকচ করেছেন তাঁরা। আইন প্রত্যাহারের কম কিছুতেই রাজি নন তাঁরা। কেন্দ্র নানা ছলে বিভ্রান্তি তৈরি করতে চাইছে। পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা দিল্লির সীমান্তে রিলে অনশন শুরু করেছেন। ২৪ দিন ধরে তাঁরা সীমান্তেই অবস্থান করছেন। অকালি দল অবিলম্বে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছেন। কেরলে বাম সরকার কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ করাতে বুধবার বিশেষ অধিবেশন ডেকেছে।
Post a Comment
Thank You for your important feedback