ফিফার বিশ্ব একাদশে মেসি, রোনাল্ডো ও লেওনডস্কি

লিওনেল মেসি জায়গা করে নিলেন ফিফার বর্ষসেরা দলে। পরপর ১৪ বার বিশ্ব একাদশে রয়েছেন তিনি। এবছরের সেন্টার ফরোয়ার্ড হিসেবে রয়েছেন রবার্ট লেওনডস্কি, যিনি ফিফার বর্ষসেরা ফুটবলার। আক্রমণভাগে মেসির সাথে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মাঝমাঠে রয়েছেন লিভারপুল দলের থিয়াগো আলকান্তারা। 

রক্ষণভাগের জন্য রয়েছেন চারজন। তাঁরা হলেন, ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, ভার্জিল ভ্যান ডিক, সের্জিয়ো র‍্যামোস এবং আলফোনসো ডেভিস। বিশ্ব একাদশের গোলকিপারে রয়েছেন অ্যালিসন বেকার। ফিফার বিশ্ব একাদশে বেশি খেলোয়াড় রয়েছেন লিভারপুল দলের। বার্য়ান মিউনিখের দুইজন। এছাড়াও জুভেন্টাস, বার্সেলোনা, লিভারপুল ও ম্যাঞ্চেস্টার দলের রয়েছে একজন করে। 



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post