শিলিগুড়ি মহকুমা পরিষদের ফাঁসিদেওয়া ব্লক থেকে উদ্ধার হয়েছে বিদেশি মদ। ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার গভীর রাতে তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে ৩৬৫ কার্টন বিদেশি মদ ও একটি ১০ চাকার ট্রাক বাজেয়াপ্ত করে। সঙ্গে ট্রাকের চালককে অ্যারেস্ট করে ঘোষপুকুর পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। পুলিশ সূত্রে খবর, ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ৩৬৫ কার্টন বিদেশি মদ অরুণাচলপ্রদেশ থেকে মদ বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর থেকে পাচারকারীরা বিভিন্ন পথে বিহারে মদ পাচার করে বেশি দামে বিক্রি করছে বলে জানা যায়। শুক্রবার সকালে ট্রাক চালক দিলবাগ সিংকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। পাচার চক্রের সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে পুলিশ।
Post a Comment
Thank You for your important feedback