মঙ্গলবারই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, তাঁর সবরকম শারীরিক মাপকাঠি স্বাভাবিক। বাড়িতে থেকেই বাইপ্যাপের সাহায্যে তাঁর শ্বাসকষ্টজনিত সমস্যা কমানোর চেষ্টা চলবে।
গত কয়েক দিন ধরে বাড়িতে যাওয়ার ইচ্ছাপ্রকাশ করছিলেন তিনি। এখন তিনি কথা বলছেন, নিজেই খেতে পারছেন।
এদিন সকালে বেশ কিছু শারীরিক পরীক্ষা রয়েছে তাঁর। তা দেখেই হাসপাতাল থেকে বুদ্ধদেববাবুকে ছেড়ে দেওয়া হবে। তাঁর মুখ্যমন্ত্রীর বাড়িতেই বাইপ্যাপ, নেবুলাইজার-সহ চিকিৎসার যাবতীয় পরিকাঠামো রয়েছে। চলবে ফিজিয়োথেরাপি। তাঁকে আইভি অ্যান্টিবায়োটিকের কোর্স দেওয়া হয়েছে। গত ৯ ডিসেম্বর শ্বাসকষ্ট নিয়ে অচেতন অবস্থায় বুদ্ধবাবুকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মহ্গলবার তাঁকে পাম অ্যাভিনিউর বাড়িতে নিয়ে যেতে বিশেষ অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা হয়েছে। সেই অ্যাম্বুল্যান্সে থাকবেন চিকিৎসক ও নার্সরা।
Post a Comment
Thank You for your important feedback