কেন্দ্রের খরচের বিষয়ে প্রশ্ন চিদাম্বরমের

সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্কের কর্তারা আবেদন বা উপদেশ দিয়েছেন, বৃদ্ধিতে গতি ফেরাতে সরকারকে রাজকোষ থেকে ব্যয় বাড়াতে হবে। ঋণনীতি বৈঠকের পর তাঁরা এই মত প্রকাশ করেন। তাঁদের মতে, করোনার ধাক্কায় মহা সঙ্কটে জেরবার অর্থনীতিতে চাহিদা বাড়ানোর জন্য খরচ বাড়ানো জরুরি। এই বক্তব্যকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। অবশ্য নোবেল জয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বহুবার মোদি সরকারকে রাজকোষ থেকে খরচ করতে উপদেশ দিয়েছেন।

চিদম্বরম রিজার্ভ ব্যাঙ্কের কর্তাদের সাথে সুর মিলিয়ে বলেছেন, স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, বাসস্থান অর্থাৎ মানুষের মাথার উপর ছাদ ও পরিবেশরক্ষায় কেন্দ্র ও রাজ্যগুলিকে জোর দিতে হবে। একদিকে যেমন দক্ষ হাতে ঘাটতি মোকাবিলা করতে হবে পাশাপাশি রাজকোষের প্রকৃত তথ্য তুলে ধরতে হবে কেন্দ্রকে। চিদাম্বরম আরও বলেন GDP নিয়েও স্বচ্ছ বার্তা নেই, ২%-কে ২০% দেখানো হচ্ছে। মূল বক্তব্য এটাই যে শুধু নানা ট্যাক্স চাপিয়ে রোজগার করার পদ্ধতি দেশের গরিব থেকে সাধারণ মানুষের উপর বিশাল চাপ সৃষ্টি হচ্ছে।           


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post