চোখ খোলার চেষ্টা করছেন বুদ্ধদেব, তবুও সঙ্কটজনক

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আপাতত স্থিতিশীল। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এখনও ভেন্টিলেশনে রাখা হয়েছে। শুক্রবার সকালের মেডিকেল বুলেটিনে জানানো হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ডাকলে চোখ খোলার চেষ্টাও করছেন তিনি। চিকিৎসকদের পরিভাষায় উল্লেখযোগ্য ঘটনাহীন একটা রাত্রি কেটেছে বৃহস্পতিবার। অর্থাৎ গতদিনের থেকে অবস্থার কোনও পরিবর্তন হয়নি বুদ্ধদেববাবুর।

তাঁর চিকিৎসার জন্য ১৯ সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি মেডিকেল টিম তৈরি করা হয়েছে দক্ষিণ কলকাতার ওই বেসরকারি হাসপাতালের তরফে। শুক্রবার সকালের মেডিকেল বুলেটিন অনুযায়ী বুদ্ধদেববাবুর রক্তচাপ, ১৩০/৬০, পালস রেট প্রতি মিনিটে ৭৬। অক্সিজেনের মাত্রাও কিছুটা উন্নতি হয়েছে। পাশাপাশি মুত্রনিষ্ক্রমণও সন্তোষজনক। তাঁকে খাওয়ানো হচ্ছে রাইলস টিউব দিয়ে। পাশাপাশি তাঁকে বিভিন্ন ধরণের ইন্টার ভেনাস ফ্লুইডও দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।     



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post