কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে গিয়ে রবিবার গ্রেফতার হলেন আপের ৪ বিধায়ক। তাঁদের সঙ্গে গ্রেফতার হয়েছেন আরও ৫ জন। তাঁদের রাজেন্দ্রনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি শাসিত পুরসভায় বিপুল পরিমাণ আর্থিক দুর্নীতির প্রতিবাদে তাঁরা অবস্থান করতে যাচ্ছিলেন।
আপের অভিযোগ, উত্তর ও দক্ষিণ দিল্লি পুরসভায় ২,৪০০ কোটি টাকারও বেশি চুরি হয়েছে। তারই তদন্তের দাবিতে তারা দিল্লির উপরাজ্যপাল অনিল বৈজালের বাড়ির সামনেও বিক্ষোভ দেখাবেন বলে জানায়। এর আগে তাঁরা বিক্ষোভের অনুমতি চাইলেও করোনা ও ১৪৪ ধারার যুক্তি দেখিয়ে পুলিশ তা নাকচ করে দেয়। দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
Post a Comment
Thank You for your important feedback