আবারও আন্দোলনমুখী যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ ফেটসু। শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত সহ-উপাচার্য, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন-সহ বেশ কয়েকজন অধিকারিককে ঘেরাও করে রাখা হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, বুধবার স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম, পরীক্ষার ফলপ্রকাশে দেরি ও নম্বরে গড়মিল সহ বেশ কিছু বিষয়ে অভিযোগ তুলে দুই সহ-উপাচার্য ও বিভাগীয় প্রধানদের ঘেরাও করে বিক্ষোভ দেখায় ফেটসু। পরে নিজেরদের ভুল স্বীকার করে কর্তৃপক্ষ ছাত্রদের সঙ্গে বৈঠকে বসতে রাজিও হন। শুক্রবার ছিল এবিষয়ে প্রথম দফার বৈঠক। উপাচার্য সুরঞ্জন দাস বাড়ি থেকেই ভিডিও কনফারেন্সে ওই বৈঠকে যোগ দেন। কিন্তু বৈঠক চলাকালীনই তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখতে শুরু করেন ছাত্ররা।
অভিযোগ, করোনার পরবর্তী সময়ে যে বেসরকারি সংস্থার হাতে অনলাইন প্রক্রিয়া পরিচালনার দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। তাতে পড়ুয়াদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি ছাত্র-ছাত্রীদের। পাশাপাশি দেরিতে পরীক্ষার ফলপ্রকাশ ও ভর্তি প্রক্রিয়ায় নিয়ে একাধিক সমস্যার অভিযোগ তুলছিলেন পড়ুয়ারা। তাঁদের দাবি, অবিলম্বে পুরোনো ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। যাদবপুরের ৩ বিভাগের ছাত্রদের তরফেই এই দাবি তোলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা এই অভিযোগ নিয়ে আগামী সপ্তাহে আবারও ছাত্রদের সঙ্গে বৈঠক করবেন। সেই বৈঠকেই রফাসূত্র মিলবে বলে আশা। তবে সমাধান না মিললে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানিয়েছে পড়ুয়ারা।
Post a Comment
Thank You for your important feedback