গুগল ডুডলেও বৃহস্পতি-শনির ‘গ্রেট কনজাঙ্কশন’

প্রায় ৮০০ বছর পর এত কাছাকাছি আসবে বৃহস্পতি ও শনি। সোমবার এমনই মহাজাগতিক বিরল ঘটনার সাক্ষী থাকবে পৃথিবীবাসী। আর এই গ্রেট কনজাঙ্কশনকে আরও স্মরণীয় করতে সামিল গুগল ডুডলও। এদিন গুগল ক্রোম খুললেই দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে রয়েছে মহাকাশের ছবি। আর ইংরেজিতে গুগল বানানের  দুটি ‘ও’- রয়েছে শনি এবং বৃহস্পতি গ্রহের আদলে। গুগলের এই অ্যানিমেটেড ডুডলে দেখা যাচ্ছে তারা হাত বাড়িয়ে একে অন্যের সঙ্গে হ্যান্ডশেক করতে এগিয়ে আসছে। এই ডুডলের বিস্তর প্রশংসাও করেছেন নেটিজেনরা। বৃহস্পতি এবং শনির এই গ্রেটকনজাঙ্কশন ইভেন্টটিকে ২০২০ সালের ক্রিসমাস স্টার হিসাবেও উল্লেখ করছেন অনেকে। আবার এই বিরল যুগলবন্দি দেখার জন্য অপেক্ষা করতে হতে পারে ৮০০ বছর। তবে ২০৮০ সালে ফের  কাছাকাছি আসবে বৃহস্পতি এবং শনি গ্রহ।

এদিন বিকাল সাড়ে ৫টা থেকে সন্ধে ৬টার মধ্যে দক্ষিণ-দক্ষিণ পশ্চিম আকাশে দেখা যাবে দুই গ্রহের যুগলবন্দি। যাঁদের কাছে বাইনোকুলার বা টেলিস্কোপ রয়েছে, তাঁদের বাড়তি পাওনা বৃহস্পতির চার উপগ্রহ গ্যানিমিড, ক্যালিস্টো, আইও ও ইউরোপা এবং শনির উপগ্রহ টাইটান দেখার সুযোগ। জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন, বৃহস্পতি ও শনি গ্রহ প্রতি ২০ বছর অন্তর কাছাকাছি আসে। তবে সোমবার এই দুই গ্রহ একে অন্যের এত কাছাকাছি আসবে যে মনে হবে তারা যেন একে অপরকে স্পর্শ করে আছে। 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post