মাস্ক না পড়ার অভিনব শাস্তি

করোনা  আবহে বারবার নির্দেশ দেওয়া হয়েছিল মাস্ক পরে রাস্তায় বের হওয়ার জন্য। কিন্তু বেপরোয়া বেশ কিছু মানুষ এই নির্দেশকে পরোয়া করছে না। বুধবার গুজরাত হাইকোর্ট মাস্ক না পড়ার অভিনব শাস্তি ঘোষণা করেছে। বিচারপতি জানান, মাস্ক না পরে যারা ধরা পড়বে তাদের কোনও কভিড চিকিৎসা কেন্দ্রে বয়স অনুযায়ী ৫ থেকে ১৫ দিন কাজ করতে হবে | প্রশ্ন কী ধরনের কাজ ?

ঘর পরিষ্কার, রান্না, বাসন মাজা, রোগীদের জামাকাপড় পরিষ্কার ইত্যাদি করতে হবে। এবং এ বিষয়টি দেখবে অবশ্যই প্রশাসন কিন্তু কোনও কাজে দেওয়ার আগে তার শরীর স্বাস্থ্য পরীক্ষা করে নেওয়া হবে। বুধবার এক আবেদনের ভিত্তিতে এই রায় দেন গুজরাত হাইকোর্টের বিচারপতি। বুধবার গুজরাতে করোনা সংক্রমণ ভয়াবহ রকম বেড়ে গিয়েছে। সংক্রমিতের সংখ্যা ২ লক্ষের উপর। ইতিমধ্যে রাজস্থানে করোনা নির্দেশ মানার উপর কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলায় কিন্তু মাস্ক পড়ার বিষয়ে অনেকেই উদাসীন |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post