স্কুলে হামলা চালিয়ে শতাধিক পড়ুয়াকে অপহরণ করল একদল বন্দুকবাজ। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পশ্চিম প্রান্তের কাটসিনা প্রদেশে। নাইজেরিয়ান সেনাবাহিনী তল্লাশি অভিযান শুরু করলেও এখনও অধরা বন্দুকবাজরা, উদ্ধার করা যায়নি পড়ুয়াদেরও।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কাটসিনা প্রদেশের কানকারা জেলার একটি স্কুলে আচমকাই হামলা চালায় একদল দুষ্কৃতী। বাইকে করে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেইসময়ই শতাধিক পড়ুয়াকে অপহরণ করে তারা। গুলি ছোঁড়ার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় নাইজেরিয়ার সেনাবাহিনী। দুইদলই পরস্পরকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। বেশ কিছুক্ষণ সংঘর্ষ চলার পর কিছুক্ষণ স্কুলের পাশেই এক জঙ্গলে পালিয়ে যায় বন্দুকবাজরা। তাদের খোঁজে ও অপহৃতদের উদ্ধার করতে তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী।
Post a Comment
Thank You for your important feedback