ইথিওপিয়ায় আমহারা জনগোষ্ঠীর ওপর হামলায় মৃত প্রায় ১০০


জাতিগত বিদ্বেষের জেরে হামলায় ইথিওপিয়ায় মৃত্যু ১০০ জনের। বুধবার সকালের দিকে দেশের পশ্চিম অংশের বেনিশানগুল-গুমুজের মেটাকেল এলাকায় আচমকাই হামলা চালায় একদল বন্দুকবাজ। ওই ঘটনায় আহত আরও ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইথিওপিয়ার প্রশাসন সূত্রে খবর, বেশ কয়েক মাস ধরেই দেশের প্রাচীন জনগোষ্ঠী আমহারা সম্প্রদায়ের মানুষদের উপর আক্রমণ হয়ে চলেছে। এদিনের হামলায় নিহতরা প্রত্যেকেই ওই জনগোষ্ঠীর। প্রসঙ্গত, বিভিন্ন গোষ্ঠীগুলির মধ্যে সংঘর্ষ রুখতে বেনিশানগুল-গুমুজ প্রদেশের বিভিন্ন জায়গায় মঙ্গলবারই পরিদর্শন করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। তার পরদিনই মেটাকেল এলাকায় এই ঘটনা স্বভাবিকভাবেই পরিস্হিতি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তবে প্রশাসনের প্রাথমিক অনুমান তাইগ্রে বিদ্রোহীরাই এর পিছনে জড়িত। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post