কোভিড প্রোটোকল অমান্য, সেটে মেজাজ হারালেন টম ক্রুজ



শুটিং সেটে মেজাজ হারালেন টম ক্রুজ। সম্প্রতি মিশন ইম্পসিবল ৭-এর শুটিং শুরু হয়েছে। কিন্ত করোনা পরবর্তী সময়ে সেটে কোভিড প্রোটোকল না মানায় শুটিং টিমের সদস্যদের উপর রেগে যান হলিউড সুপারস্টার, এমনকী তাদের বরখাস্ত করারও কথা বলেন তিনি। ক্রুজের এই অডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। তবে সেই অডিওর সত্যতা যাচাই করা হয়নি।  

লণ্ডনে মিশন ইম্পসিবল ৭-এর শুটিং করছেন টম ক্রুজ। তবে করোনা নিয়ে বিশেষ সতর্কতাও সবসময় মেনে চলছেন তিনি। এমনকী রোমেও অনুরাগীদের সঙ্গে তিনি মাস্ক পরেই দেখা করেছেন বলে খবর। উল্লেখ্য, সিনেমার শুটিং করতে গিয়ে অনেক অভিনেতাই করোনায় আক্রান্ত হয়েছেন। তাই নিজের এবং শুটিং ক্রুয়ের সদস্যদের সুরক্ষার জন্য অতিরিক্ত সতর্কতা নিচ্ছেন মিশন ইম্পসিবল চলচ্চিত্রের প্রযোজক তথা এই অভিনেতা।  

ওই ভাইরাল হওয়া অডিওতে টম ক্রুজের মতোই একটি আওয়াজ শোনা গেছে। জানা গেছে, লেভসডেনের ওয়ার্নার ব্রোস স্টুডিওতে ইউনিটের ২ জন সদস্য দুই মিটারের মধ্যে দাঁড়িয়েছিলেন। তাতেই মেজাজ হারান তিনি।   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post