চিনের আকাশে বিশাল আগুনের গোলা, ভাইরাল ভিডিও


আকাশ থেকে নেমে আসছে বিশাল আগুনের গোলা। ২৩ ডিসেম্বর দক্ষিণ চিনের কুইংহাই প্রদেশে এমন ঘটনায় রীতিমত শোরগোল পরে যায়। বিশেষজ্ঞদের প্রাথমিক ধারণা, এটি উল্কার পতনের ঘটনা। তবে এই ফায়ারবলটি আদতে কী, কোথা থেকেই বা তার উৎপত্তি সে বিষয়ে এখনও বিশেষ কিছু জানা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, ওই বস্তুটি বেশ কিছুক্ষণ আকাশে জ্বলজ্বল করছিল। তাঁদের মনে হচ্ছিল সেটি মাটিতেই নেমে আসছে, তবে পরে সেটি মিলিয়ে যায়। অগ্নিগোলকটি ওই এলাকার উপর দিয়ে অতিক্রম করার সময় একটা তীব্র আওয়াজও হচ্ছিল বলে জানিয়েছেন চিনের নাঙ্গকিয়ান ও ইউসু কাউন্টির বাসিন্দারা।

জিয়াও ওয়াং নামের এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ভিডিও আপলোড করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। চিনা সংবাদ মাধ্যমের তরফে খবর, ওই বস্তুটি Bolide নামের  একটি উজ্জ্বল উল্কা। তবে এটি গ্রাম এবং আশেপাশের অঞ্চলে আঘাত না করায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আসলে কী ঘটেছিল সে বিষয়ে গবেষণা চলছে।        


'

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post