শীতের রাতেই পুড়ে ছাই বেলেঘাটার বস্তি



শীতের রাতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা শহর কলকাতায়। বিধ্বংসী আগুনে ইএম বাইপাসের ধারে পূর্বাশা আবাসনের পাশের একটি বস্তিতে আগুন লাগে মঙ্গলবার রাতে। মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে পরপর ঝুপড়িতে। আতঙ্কে অনেকেই রাস্তায় চলে আসেন। দ্রুতই শুরু হয় উদ্ধারকাজ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে দমকলের ইঞ্জিন। গভীর রাত পর্যন্ত দমকলের ১৫টি ইঞ্জিন কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে। অপরদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইএম বাইপাসে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী সুজিত বসু এবং কলকাতার মূখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। শীতের রাতে মাথা গোজার একমাত্র আশ্রয় হারিয়ে অসহায় হয়ে পড়েন কয়েকশো ঝুপড়িবাসী। রাতেই তাঁদের কম্বল ও খাবারের ব্যবস্থা করা হয়েছে সরকারি স্তরে। দমকলের অনুমান, কোনও একটি ঝুপড়িতে রান্নার করার সময় আগুন লেগে গিয়েই এই বিপত্তি। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post