ইসলামপুর সদর সার্কেল অফিস গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সকালে সাতটা থেকে সাড়ে সাতটা নাগাদ ইসলামপুর অবর বিদ্যালয় পরিদর্শকের বই রাখার ঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে দুটি দমকলের ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল সে বিষয়ে তদন্ত করছে ইসলামপুর থানা।
স্থানীয় সূত্রে খবর, এদিন সাতসকালে গুদামের অফিস থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে এসআই অফিসের কর্মচারী ও আধিকারিকদের খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ইসলামপুরের অবর বিদ্যালয় পরিদর্শক শুভঙ্কর নন্দী সহ ইসলামপুর দমকল ঘটনাস্থলে এসে পৌঁছান। দুটি দমকলের ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। গোডাউনের মধ্যে থাকা কয়েক লক্ষ টাকার আসবাবপত্র, সরকারি পাঠ্যবই, জুতো, ডায়েরি ইত্যাদি আগুনে ভস্মীভূত হয়ে যায় বলে জানিয়েছেন সদর সার্কেলের দায়িত্বে থাকা দক্ষিণ চক্রের বিদ্যালয় পরিদর্শক বেলাল হোসেন। তিনি জানান, আর কদিন পরই নতুন শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে তার আগেই অবর বিদ্যালয় পরিদর্শকের অফিস থেকে বই বিতরণের কাজ চলছিল। ইতিমধ্যে ৯০ শতাংশ বই বিলি হয়ে গেল ১০% বই বাকি ছিল। বৃহস্পতিবারও বই বিলি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই অগ্নিকাণ্ডের জেরে বই বিতরণের কাজ আপাতত স্থগিত রাখতে হবে। উল্লেখ্য, এর আগেও একবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল ইসলামপুর সার্কেলের গুদামে। শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে অনুমান দমকল বিভাগের।
Post a Comment
Thank You for your important feedback