২০২২ সালে মহিলাদের ক্রিকেট বিশ্বকাপ হবে নিইজিল্যান্ডে। তার আগে মঙ্গলবার আইসিসির তরফে ঘোষণা করা হল বিশ্বকাপের সূচি। ২০২২ সালের ৪ মার্চ আইসিসি মহিলা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। আর ফাইনাল ম্যাচ হবে ৩ এপ্রিল। ৩১ দিন ধরে নিইজিল্যান্ডের ৬টি স্টেডিয়ামে বসবে ২০২২ সালের মহিলা বিশ্বকাপের আসর। ৮টি দেশ এই বিশ্বকাপে অংশ নেবে। তার মধ্যে ৫টি দেশ ইতিমধ্যে কোয়ালিফাই করেছে। দেশগুলি হল ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এখনও ৩টি দেশ কোয়ালিফাই করবে। করোনা আবহের জন্য এই পর্বের খেলা পিছিয়ে গিয়েছে। ২০২১ সালের ২৬ জুন শ্রীলঙ্কায় হবে শেষ কোয়ালিফাইং ম্যাচ।
It's here 🗓️
— ICC (@ICC) December 15, 2020
Which clash are you most looking forward to?#WWC22 pic.twitter.com/HcKdxzaEbG
🗓️ The schedule is out
ভারতের মিতালি রাজরা ৬ মার্চ খেলতে নামবেন ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচ।
Here are #TeamIndia's 🇮🇳 fixtures for the @ICC Women's World Cup 2022 to be held in New Zealand 👇 @cricketworldcup pic.twitter.com/MCi2cIXegi
— BCCI Women (@BCCIWomen) December 15, 2020
Post a Comment
Thank You for your important feedback