নতুন বছর আসার আগে জনগণের কাছে এক স্বস্তির খবর, ৩১ ডিসেম্বর বৃহস্পতিবারেই আয়কর জমা না দিলেও চলবে, সময়সীমা বাড়ানো হয়েছে। আপাতত ব্যক্তিগত করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়ে ১০ জানুয়ারি করা হয়েছে। এই নয়া ব্যবস্থার কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ব্যক্তিগত করদাতারা এই বিষয়ে বিশদ জানতে কেন্দ্রীয় বা স্থানীয় ট্যাক্স অফিসে নেট মারফত যোগাযোগ করতে পারেন।
পাশাপাশি ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয়কর রিটার্নের সময়সীমাও বাড়ানো হয়েছে। ৩১ ডিসেম্বরের স্থানে ১৫ ফেব্রুয়ারি অবধি সুবিধা পাবে তারা। অবশ্য এর মধ্যেই কেন্দ্রীয় বাজেট হয়ে যাবে। করোনা আবহে এর আগেও এই সুবিধা দিয়েছিল সরকার। সেবার ৩০ জুনের জায়গায় ৩১ জুলাই করা হয়েছিল।
Post a Comment
Thank You for your important feedback