পিঙ্ক বলের প্রথম টেস্ট ম্যাচ টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক কোহলি। ম্যাচ শুরুর প্রথম দিকে পর পর উইকেট হারিয়ে অজিদের কাছে বেগ পেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। অ্যাডিলেডে কার্যত কোহলিদের ব্যাটিং দেখে আশাহত ভারতীয় সমর্থকরা। দিনের শেষে ভারত ৬ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে। ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (১৫) ও ঋদ্ধিমান সাহা (৯)।
প্রথমেই ভারতীয় ওপেনার পৃথ্বী শ উইকেট হারিয়েছেন মিচেল স্টার্কের বলে। কম রানের ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। অধিনায়ক কোহলি ও রাহানে এই দুইজনের জুটি ভারতের রানকে এগিয়ে নিয়ে যান।কোহলি ১৮০ বলে ৭৪ রান করে রান আউট হয়ে যান। তখন ভারতের রান ৪ উইকেটে ১৮৮। কিছুক্ষণের মধ্যে মিচেল স্টার্কের বলে এল বি ডাবলিউ আউট হয়ে ৪২ রান করে প্যাভিলনে ফিরেছেন অজিঙ্কা রাহানে। প্রস্তুতি ম্যাচে দুরন্ত ফর্মে থাকলেও এদিনের ম্যাচে মাত্র ১৬ রান করেছেন হনুমা বিহারী। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ২ দুটি উইকেট নিয়েছেন। হ্যাজেলউড ২০ ওভার বল করে ৪৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স ও নাথান ১টি করে উইকেট পেয়েছেন।
Stumps on Day 1 of the 1st Test.#TeamIndia 233/6
— BCCI (@BCCI) December 17, 2020
Scorecard - https://t.co/dBLRRBSJrx #AUSvIND pic.twitter.com/T3mHk0n0in
Post a Comment
Thank You for your important feedback