দেশে করোনায় মৃত ৫১২ জন, আক্রান্ত ৩৬,৬৫২

দেশে করোনায় নতুন আক্রান্ত হলেন ৩৬,৬৫২ জন। এনিয়ে মোট আক্রান্ত এখন ৯৬,০৮,২১১ জন। ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫১২ জন, মোট মৃত ১,৩৯,৭০০ জন। মৃত্যুর হার এখন ১.৪৫ শতাংশ। অন্যদিকে, বিশ্ব স্বাস্থ্যসংস্থা হু আশাবাদী, আগামী বছরের প্রথম তিনমাসে ৫০ কোটি করোনার টিকা পাওয়া যাবে। সবমিলিয়ে ১৮৯টি দেশ টিকা কর্মসূচিতে যোগ দিয়েছে। এই টিকার ২০ শতাংশ দেওয়া হবে সবথেকে ঝুঁকিপূর্ণ স্বাস্থ্যকর্মীদের। 

তাছাড়া, ৬৫ বছরের বেশি বয়স্কদের প্রাথমিকভাবে টিকা দেওয়া হবে। ব্রিটেনের পর শুক্রবার করোনার টিকার জরুরি প্রয়োগের অনুমতি দিয়েছে বাহরিন। ফাইজার ছাড়াও সিনোফার্মের টিকাও নেবে তারা। তবে হু জানাচ্ছে, টিকা নিলেই যে অতিমারী শেষ হল তা মনে করা ভুল হবে। সংক্রমণ নিজে থেকেই শেষ হবে এমনটাই নয়।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post