বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে ভারতের মুখোমুখি ইংল্যান্ড


বৃহস্পতিবার বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ফর ইন্ডিয়া  তরফ থেকে ঘোষণা করা হল  ভারত ও ইংল্যান্ডের মধ্যে খেলার সূচি। যা শুরু হবে ৫ ফেব্রুয়ারি ২০২১ থেকে। 

ভারতবাসী বাংলাদেশের বিরুদ্ধে দিনরাত্রি টেস্ট খেলা দেখেছে। তবে বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ফর ইন্ডিয়া (বিসিসিআই) ঘোষিত সূচি অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে দিনরাত্রি টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম গুজরাটের সর্দার প্যাটেল মোতেরায়। এছাড়া আরও টেস্ট, ওয়ানডে ও  টি টোয়েন্টির জন্য দুটি স্টেডিয়াম ঠিক করা হয়েছে, চেন্নাই ও পুনেতে। 

বিসিসিআই তরফে প্রেস রিলিজে বলা হয়েছে, চেন্নাইয়ে দুটি টেস্ট ম্যাচ হলেও, আমেদাবাদের সর্দার প্যাটেল মোতেরায় স্টেডিয়ামে দুটি টেস্ট ম্যাচের চিন্তাভাবনা করা হচ্ছে বোর্ডের তরফে।  

মোতেরায় স্টেডিয়াম হল বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম যেখানে দর্শক সংখ্যা ১১০০০০। তাই টেস্ট বাদেও ভারত ও ইংল্যান্ডের মধ্যে টি টোয়েন্টি সিরিজের পাঁচটি ম্যাচ হবে এই স্টেড়িয়ামে। শেষ তিনটি ওয়ানডে ম্যাচের সিরিজ হবে পুনে স্টেড়িয়ামে। 

ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও টম হ্যারিসন বলেন, তিনি তাকিয়ে ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের এই চাঞ্চল্যকর সিরিজের দিকে। 


ভারত ও ইংল্যান্ড ম্যাচের সূচি:

টেস্ট সিরিজ

প্রথম টেস্ট : ৫-৯ ফেব্রুয়ারি (আমেদাবাদ)

দ্বিতীয় টেস্ট : ১৩-১৭ ফেব্রুয়ারি (আমেদাবাদ)

তৃতীয় টেস্ট : ২৪-২৮ ফেব্রুয়ারি (আমেদাবাদ)

চতুর্থ টেস্ট : ৪-৮ মার্চ (আমেদাবাদ)


টি টোয়েন্টি সিরিজ

প্রথম টি টোয়েন্টি : ১২ মার্চ (আমেদাবাদ)

দ্বিতীয় টি টোয়েন্টি : ১৪ মার্চ (আমেদাবাদ)

তৃতীয় টি টোয়েন্টি : ১৬ মার্চ (আমেদাবাদ)

চতুর্থ টি টোয়েন্টি : ১৮ মার্চ (আমেদাবাদ)

পঞ্চম টি টোয়েন্টি : ২০ মার্চ (আমেদাবাদ)


ওয়ানডে সিরিজ

প্রথম ওয়ানডে : ২৩ মার্চ (পুনে)

দ্বিতীয় ওয়ানডে : ২৬ মার্চ (পুনে)

তৃতীয় ওয়ানডে : ২৮ মার্চ (পুনে)


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post