দিনের শুরুতেই ৬ উইকেট হারিয়ে চাপে ভারত

 


অ্যাডিলেডে শুরু হওয়া পিঙ্ক বলের টেস্টের প্রথম ইনিংসে ভারত ব্যাট করে ২৪৪ রান করে। অস্ট্রেলিয়া ২৪৪ রানের লক্ষ্যে নেমে ১৯১ রান করে অল আউট হয়ে যায়। ভারত ৫৩ রানের লিড রেখে খেলা শুরু করে এক উইকেট হারিয়ে ৯ রান করে। শেষ হয় দ্বিতীয় দিনের। তৃতীয় দিনের শুরুতেই ভারত ৬ উইকেট হারিয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারত ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯ রান করেছে। ক্রিজে রয়েছেন ঋদ্ধিমান সাহা (০) ও হানুমা বিহারী (০)।     

ভারত অধিনায়ক কোহলি প্রথম ইনিংসে ৭৪ রান করেছিলেন। রাহানে ৪২ ও পূজারা ৪৩ রান করেছিলেন। অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ৪ উইকেট নিয়েছিলেন। কামিন্স ৩ উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে। হ্যাজেলউড ও লাবুশান একটি করে উইকেট পেয়েছিলেন। বল করতে নেমে অ্যাডিলেডের ক্রিজে দাপট দেখায় ভারতূয় বোলাররা। রবিচন্দ্র অশ্বিন ৪টি উইকেট পেয়েছেন প্রথম ইনিংসে। ভারতীয় পেসার বুমরা ২টি ও উমেশ যাদব ৩টি উইকেট পেয়েছেন। অজি অধিনায়ক টিম প্যানি ৭৩ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কেউই অজি বোলারদের দাপটে ক্রিজে থাকতে পারেননি। দ্বিতীয় ইনিংসে অজি বোলার কামিন্স ৪ ও হ্যাজেলউড ২ টি করে উইকেট পেয়েছেন। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post