রুদ্ধশ্বাস ম্যাচ জিতে টি-২০ সিরিজ ভারতের

 


 রুদ্ধশ্বাস জয়ে টি-২০ সিরিজ জিতল ভারত। শেষ দুই বলে পরপর দুটি ছয় মেরে ভারতকে জিতিয়ে দিলেন হার্দিক পাণ্ডিয়া।  বরিবার সিডনির মাঠে বেশ কিছু মুহূর্তের সাক্ষী থাকল দর্শকরা অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে। যেমন শেষ মুহূর্তে হার্দিক পান্ডিয়ার দুটি বিশাল ছক্কা জয়ের রান এনেদিল ভারতকে। তাতেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে এল ভারতের। ওয়ান ডে ম্যাচের সিরিজ হেরে কিছুটা ধুঁকছিল ভারত। তবুও ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে জয়ী হয়েছিল ভারত।  এবার টি টোয়েন্টি সিরিজের প্রথম ও দ্বিতীয় ম্যাচ জিতেও কোহলির দল নিজেদের হাতে নিল সিরিজ। 


অস্ট্রেলিয়া প্রথম ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৯৪ রান করে। বিশাল রানের টার্গেট বেঁধে দেয় ভারতের কাছে। শার্দূল ঠাকুর ২ টি উইকেট পায় এদিনের ম্যাচে। চোখ ধাঁধানো ব্যাটিং করেছেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েডের। অন্যদিকে জবাব দেন শিখর ধাওয়ান ৩৬ বলে ৫২ রান করে। শেষ দু বল বাকি থাকার আগেই হার্দিক পান্ডিয়ার দুটি ৬ মেরে খেলা শেষ করেন। তিনি ২২ বলে ৪২ রান করেন। তাঁর সঙ্গে দেখা যায় দুরন্ত ফর্মে শ্রেয়স আইয়ারকে ৫ বলে ১২ করেন। 

শুরুতেই কিছুটা বাধা পেয়েছিল টিম অস্ট্রেলিয়া। এরপর কিছুটা সামলে নেয় তাঁরা। দ্বিতীয় উইকেট ম্যাথু ওয়েডের, তিনি ১০টি চার ও ১টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩২ বলে ৫৮ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ১৩ বলে ২২ রান করে শার্দূল ঠাকুরের বলে ওয়াশিংটন সুন্দরের ক্যাচে আউট হয়ে যান। প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ ৩৮ বলে ৪৬ করে চাহালের বলে উইকেট হন। মোইসেস হেনরিকয়েস ১৮ বলে ২৬ রান করে আউট হলে চতুর্থ  উইকেট হারান অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত ভারতকে ১৯৫ রানের বিশাল রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া। 

এদিনের ম্যাচে দু’দলের একাদশে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। চোটের কারণে অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চ নিজেকে সরিয়ে নিয়েছেন। ফলে এই  ম্যাচে অধিনায়কের দায়িত্বে ম্যাথু ওয়েড। আবার ব্যক্তিগত কারণে সিরিজ সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ান বোলার মিচেল স্টার্ক। তার বদলে দলে এসেছেন ড্যানিয়েল স্যামস। ভারতীয় দলেও তিনটি  পরিবর্তন হয়েছে। গত ম্যাচে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার জায়গায় কনকশান নিয়মে মাঠে এসেছিলেন যজুবেন্দ্র চাহাল। 

আর নেমেই বাজিমাত করেছিলেন। আজও জাদেজা দলে নেই, খেলছেন চাহালই। মহম্মদ শামিকে টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দলে এসেছেন শার্দূল ঠাকুর। মণীশ পাণ্ডের কনুইয়ে চোটের কারণে দলে এসেছিলেন শ্রেয়াস আইয়ার। ইতিমধ্যে তিন ম্যাচের সিরিজে টিম ইন্ডিয়া এগিয়ে রয়েছে ১-০  ফলে। রবিবার সিডনিতে জিতলে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরবে বিরাট কোহালির দল।  
 

ছবিঃ বিবিসিআই টুইটার থেকে সংগৃহীত

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post