পর পর দু ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের স্বপ্ন ভেঙেছিল কোহলিদের। বুধবার অজি খেলোয়ারদের বিরুদ্ধে ক্যানবেরার মাঠে শেষ ম্যাচ জয়ের লক্ষ্যে নেমেছিল ভারত। সেই লক্ষ্যে সফল হল ভারত। সিরিজের তৃতীয় ম্যাচে অজিদের বিরুদ্ধে ১৩ রানে জয়ী হল ভারত। তবুও কোনও লাভ হল না, সিরিজের হোয়াইটওয়াশ হতে হতে কোনওরকমে রক্ষা পেল ভারত। গতবারে নিউজিল্যান্ডের সফর থেকেও খালি হাতে ফিরতে হয়েছিল ইন্ডিয়াকে।
দুটি ম্যাচ হেরে সিরিজের শেষ ম্যাচে নতুনভাবে দল সাজিয়েছিলেন অধিনায়ক কোহলি। তাতেই বাজিমাত। টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। প্রথম ব্যাট করতে নেমে ৩০২ রান করে ভারত। মায়াঙ্ককে বদলে আজকের ম্যাচে শিখর ধাওয়ান সাথে ওপেনিং করে শুভমান গিল। ধাওয়ান ১৬ রানে ক্রিচ ছাড়ে। অধিনায়ক কোহলি ৭৮ বলে ৬৬ রান করে। হার্দিক পান্ডেয়া ও রবীন্দ্র জাদেজার জুটি ভালো রান করে এগিয়ে নিয়ে যায়। হ্যাজেলউড ও ম্যাক্সওয়েল দুটি করে উইকেট নেন।
৩০৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। একদিনের ম্যাচে অভিষেক টি নটরাজানের। তাঁর বলে প্রথম উইকেট পায় ভারত। ফিঞ্চ ৮২ বলে ৭৫ রান করে রবীন্দ্র জাদেজার বলে আইট হয়। ম্যাক্সওয়েল খেলার হাল ধরলেও কোন লাভ হয়নি তাতে। ৩টি উইকেট নেন শার্দুল ঠাকুর, ২টি করে উইকেট নেন টি নটরাজন ও যশপ্রীত বুমরা।
Post a Comment
Thank You for your important feedback