লড়াকু সেঞ্চুরি রাহানের, দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনও ভারতের

মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ভারতের ‘স্টপগ্যাপ’ অধিনায়ক অজিঙ্কা রাহানের দুরন্ত সেঞ্চুরি। মূলত তাঁরই দাপটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিড নিল ভারত। অস্ট্রেলিয়ার ১৯৫ রানের জবাবে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ভারত পাঁচ উইকেট হারিয়ে ২৭৭ রান করেছে। অজিঙ্কা রাহানে ১০৪ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে ৪০ রানে ব্যাট করছেন রবীন্দ্র জাদেজা। আপাতত ভারতের লিড ৮২ রানের। যদিও বৃষ্টি নামায় দ্বিতীয় দিনের খেলা কিছুটা সময় আগেই শেষ ঘোষণা করলেন আম্পায়াররা। নাহলে লিড আরও বাড়তো বলেই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।



রবিবার ব্যাট করার সময় অডি ফাস্ট বোলার মিচেল স্টার্কের বলে মাথায় চোট পান রাহানে। এরপরও বুক চিতিয়ে ব্যাট করেছেন পরিবর্ত ভারত অধিনায়ক। তাঁর ঝকঝকে সেঞ্চুরি ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দিল। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছেন জাদেজা। এদিন প্যাট কামিন্সের বলে বাউন্ডারি হাঁকিয়ে টেস্ট ক্রিকেটে নিজের ১২তম শতরান করে ফেলেন রাহানে। ভারত হারিয়েছে দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল (০), শুভমন গিল (৪৫)। এছাড়া আউট হয়েছে চেতেশ্বর পূজারা (১৭), হনুমা বিহারি (২১) এবং রিষভ পন্থ (২৯)। তবে অজি বোলারদের লড়াই ফিরিয়ে দিয়ে একা হাতেই কার্যত ভারতের দূর্গ সামলে যাচ্ছেন কোহলির পরিবর্তে ভারতের অধিনায়ক অজিঙ্কা রাহানে। ভারতের প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশেষজ্ঞদের অভিমত, ভারত দেড়শোর বেশি লিড নিতে পারলে মেলবোর্ন টেস্ট জিতে মাঠ ছাড়তে পারবে রাহানেরা। 



 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post