লকডাউনের আগের অর্থব্যবস্থা ফিরবে ২০২২-এ : নীতি আয়োগ

করোনা আবহে দেশের জিডিপি সঙ্কোচনের হার ৮ শতাংশের কম হতে পারে জানালেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীবকুমার। কোভিডের ধাক্কা সামলে দেশের অর্থনীতির হাল ফিরবে ২০২১-২২ এর অর্থবর্ষে। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন করোনা আবহে ভয়ঙ্কর ভাবে ধাক্কা পড়েছে অর্থনীতিতে তবে কোনও কিছুই দীর্ঘস্থায়ী নয়, কোভিড ১৯ এর পূর্ববর্তী অবস্থা ফিরতে পারে ২০২২ সালে। রাজীবের সাথে RBI-এর দেওয়া তথ্যের মিল রয়েছে।

RBI-এর ধারণা, চলতি বছরে তৃতীয় ত্রৈমাসিক মুদ্রাস্ফীতির হার হতে পারে ৬.৮ শতাংশ। অবশ্য রাজীবকুমারের কথায় অর্থনীতির উন্নতির জন্য সরকার যে বেসরকারিকরণের দিকে তাকিয়ে রয়েছে তার ইঙ্গিত পাওয়া গেল। আধা সরকারি ক্ষেত্রে বেসরকারিকরণ করে ২ লক্ষ কোটি টাকা তুলতে চলেছে কেন্দ্রীয় সরকার। কিন্তু প্রশ্ন উঠেছে অর্থনীতির বিশেষজ্ঞদের যে, লকডাউনের আগে কী এমন ভালো ছিল বাজার ? 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post