দিল্লিতে দেশের মধ্যে প্রথম চালক ছাড়াই ছুটবে মেট্রো, উদ্বোধন মোদির

ভারতে প্রথম চালকহীন মেট্রো রেলের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার দিল্লির ম্যাজেন্ডা লাইন মেট্রোতে জনকপুরী ওয়েস্ট থেকে বোটানিকাল গার্ডেন পর্যন্ত চালকহীন মেট্রো রেকের সবুজ সঙ্কেত দিলেন প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিষেবা উদ্বোধন করেন তিনি। মূল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এরপর নিজের ভাষণে মোদি বলেন, ১৩০ কোটির বেশি জনসংখ্যার দেশে এই স্বয়ংক্রিয় মেট্রো পরিষেবা একটা মাইলস্টোন তৈরি করলো। তিনি আরও বলেন, বিশ্বের আর্থিক এবং কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ রাজধানী হল দিল্লি এবং সেই গৌরব আরও ফুটে ওঠা দরকার। আমার বিশ্বাস যে আমরা সবাই একসঙ্গে কাজ করতে থাকব এবং দিল্লির মানুষের জীবন আরও উন্নত করতে পারব এবং শহরকে এগিয়ে নিয়ে যাব।

কী এই চালকহীন মেট্রো?

এই মেট্রো স্বয়ংক্রিয়ভাবে চলতে পারে। মোট্রো রেকটি চালানোর জন্য কোনও চালকের প্রয়োজন হয়না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের দাবি, এই মূহূর্তে বিশ্বের মাত্র সাত শতাংশ মেট্রো সয়ংক্রিয় পদ্ধতিতে চলাচল করে। এবার সেটা দিল্লি মেট্রোর মুকুটে যুক্ত হল। এই ধরণের পরিষেবায় মানুষের ভুলের কোনও সম্ভাবনা নেই। কারণ সম্পূর্ণ যান্ত্রিক পদ্ধতিতে চলতে থাকে ট্রেন। বিভিন্ন ধরণের নিরাপত্তা ব্যবস্থা থাকায় দুর্ঘটনার সম্ভবনা কমে যায় অনেকটাই। আগামীদিনে অন্যান্য মেট্রো রুটেও এই পদ্ধতি অনুসরণ করা হবে। ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যে দিল্লি মেট্রোর পিঙ্ক লাইন (মজলিস পার্ক-শিববিহার) চালকহীন মেট্রো পরিষেবা শুরু করা হবে। তবে দিল্লি মেট্রো সূত্রে বলা হচ্ছে ২০২২ সালের মধ্যে দিল্লির সব লাইনেই মেট্রো ছুটবে স্বয়ংক্রিয় পদ্ধতিতে চালক ছাড়া। 




Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post