প্রতীক্ষার অবসান। পাঁচ দশক পর শুরু হল ভারতের হলদিবাড়ি ও বাংলাদেশের নীলফামারির চিলাহাটি রেল পরিষেবা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথমে শুধু পণ্যবাহী ট্রেন চললেও জানা গেছে, আগামী ২৬ মার্চ থেকে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চলাচলের পরিকল্পনা রয়েছে।
ভারত ও বাংলাদেশ অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে ১৯৬৫ সালের আগে যে ৬টি যোগাযোগ ব্যবস্থা ছিল, সেগুলি ফের চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হলদিবাড়ি-চিলাহাটির আগে ভারতের পেট্রাপোল - বেনাপোল, বাংলাদেশ, গেদে - দর্শনা , সিংহবাদ - রোহনপুর ও রাধিকাপুর- বিরল যোগাযোগ শুরু হয়েছিল। এই হলদিবাড়ি-চিলাহাটি রুট বাংলাদেশ ও অসম-পশ্চিমবঙ্গের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করবে।
ওই ট্রেনে ভারতীয় ৩২টি খালি ওয়াগন থাকবে, সেটি চালাবে বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন। এসব ওয়াগান হলদিবাড়ি রেলস্টেশনে রেখে ফের সীমান্ত অতিক্রম করে ফিরে আসবে ইঞ্জিনটি।
Post a Comment
Thank You for your important feedback