অবিশ্বাস্য হলেও সত্যি! ভিডিও তুলতে গিয়ে প্লেন থেকে প্রায় ৩০০ মিটার (৯৮৪ ফুট) উপর থেকে পড়েও অক্ষত রইল আইফোন। শুধু অক্ষতই নয়, গোটা ঘটনার ভিডিও রেকর্ডও রয়েছে ফোনে।
ব্রাজিলের ডকুমেন্টারি চিত্রনির্মাতা আর্নেস্টো গালিয়ত্ত রিও ডি জেনেইরো এলাকায় কাবো ফ্রিও সৈকতের উপর প্লেনে করে যাচ্ছিলেন। সেইসময় জানলা দিয়ে নিজের আইফোন বের করে ছবি, ভিডিও তুলছিলেন। আচমকাই তাঁর হাত থেকে পড়ে যায় ফোনটি।
ব্রাজিল সংবাদমাধ্যম সূত্রে খবর, জোরে হাওয়ার জন্যই তাঁর ফোনটি পড়ে যায়। তিনি ভেবেছিলেন হয়ত চিরতরে হারিয়ে ফেলেছেন নিজের ফোনটি। তবু শেষ চেষ্টা করেন। জিপিএসের অবস্থানটি পরীক্ষা করতে ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে, তিনি দেখতে পান যে এটি সমুদ্রের কাছেই রয়েছে। শেষপর্যন্ত ফোনটি পুনরুদ্ধার করতে ওই লোকেশনে পৌঁছন তিনি। এরপরই অবাক কাণ্ড। তিনি দেখেন, প্রায় ৩০০ মিটার উঁচু থেকে পরেও ভাঙেনি তাঁর ফোন। এমনকী উপর থেকে নীচে পড়ার পুরো ঘটনারই ভিডিও রেকর্ড হয়েছে ফোনে। এই অবিশ্বাস্য ঘটনার ভিডিওটি ইউটিউবে শেয়ার করেছেন আর্নেস্টো গালিয়ত্ত। ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল করেছেন নেটিজেনরা
Post a Comment
Thank You for your important feedback