শেষবারের মত বড়পর্দায় 'ফিরবেন' ইরফান খান। নতুন বছর ২০২১ সালেই মুক্তি পাবে ইরফান খানের শেষ ছবি ‘দ্য সং অফ স্কর্পিয়নস’ (The Song Of Scorpions)।
চলতি সপ্তাহেই প্রকাশ্যে এসেছে এই সিনেমার মোশন পোস্টার। 'দ্য সং অফ স্কর্পিয়নস’ সিনেমার প্রেক্ষাপট রাজস্থান। এক অঞ্চলের পুরোনো বিশ্বাস অনুযায়ী, অ কোনও কাঁকড়াবিছের কামড়ে যদি কারও মৃত্যু হয় তবে একজন বৃশ্চিক রাশির জাতিকার গানেই প্রাণে বাঁচতে পারেন তিনি। সিনেমায় ইরফান অভিনয় করেছেন আদম নামে এক উট ব্যবসায়ীর ভূমিকায়। বৃশ্চিক রাশি-জাতিকা নুরান নামে এক গায়িকার প্রেমে পড়ে যান তিনি। তাঁদের গল্প নিয়েই তৈরি হয়েছে এই সিনেমা। ইরফান খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন গোলশিফতে ফারহানি, ওয়াহিদা রেহমান, শশাঙ্ক অরোরা, সারা অর্জুন, শেফালি ভূষণ।
IRRFAN'S LAST MOVIE... #Irrfan's last film - #TheSongOfScorpions - to release in 2021... Directed by Anup Singh... Presented by Panorama Spotlight and 70mm Talkies. pic.twitter.com/RHJzxNYbXl
— taran adarsh (@taran_adarsh) December 28, 2020
প্রসঙ্গত, ২০১৫ সালে
এই সিনেমার শুটিং করেন ইরফান। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি।
এরপর বিদেশেই চিকিৎসা চলছিল অভিনেতার। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বই
ফিরেছিলেন। কিন্তু ২০২০-র ২৯ এপ্রিল মৃত্যু হয় এই জনপ্রিয় অভিনেতার।
Post a Comment
Thank You for your important feedback