ফের চালু হতে চলেছে জেট এয়ার


১৯৯৩ এ শুরু হয়েছিল জেটের যাত্রা। প্রধানত মুম্বাইকে কেন্দ্র করে সারা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে যায় এই বিমান সংস্থা। একটা সময়ে জাতীয় বিমানকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় জেট। কিন্তু বাজারে প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে বিমান ভাড়া, খাদ্য সরবরাহ এবং দেশ বিদেশ ভ্রমণ ইত্যাদি থেকে বিপুল অর্থ সঙ্কট এবং দেনায় জর্জরিত হয় এই এয়ারওয়েস। কিন্তু রুট কমাতেও পারেনি। শোনা যায় যে, প্রায় ৪০ হাজার কোটি ঋণের দায়ে দেউলিয়া হয়ে যাত্রা বন্ধ করে ২০১৯ এর ১৭ এপ্রিল। বন্ধ হয়ে যায় সংস্থা।

কিন্তু সঙ্কট কাটিয়ে ফের শুরু হতে চলেছে দেশের সবচেয়ে পুরনো বেসরকারি বিমান সংস্থাটি। এখন মালিকানার হাত বদল হয়েছে। নতুন দায়িত্বে এসেছেন মুরালীলাল জালান ও কারলোক ক্যাপিটালস। এই খবরের জেরে জেটের শেয়ার  বেড়েছে  ৫ শতাংশ। নতুন কর্তৃপক্ষ জানাচ্ছেন, ২০২১-এ চালু হবে বিমানযাত্রা। শুধু অন্তৰ্দেশ নয়, আগের মতো বিদেশেও ভ্রমণ করবে জেট এয়ারওয়েস।           



Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post