এবার সলমান খানের 'অন্তিম'-এর শুটিং শুরু করলেন টলি তারকা যিশু সেনগুপ্ত। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যাচ্ছে 'অন্তিম' লেখা ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে বসে রয়েছেন যিশু।
শুধু টলিউড নয়, ইতিমধ্যেই বলিউডেও বেশ পরিচিত নাম যিশু সেনগুপ্ত। হিন্দি ওয়েব সিরিজ থেকে শুরু করে মূলধারার বলিউড সিনেমা যেমন রানি মুখোপাধ্যায়ের সঙ্গে মর্দানি সিরিজ, মহেশ ভাট পরিচালিত সড়ক ২, শকুন্তলা দেবী, পিকু, বরফি, দুর্গামতী, মনিকর্ণিকায় তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকদের।
এবার অন্তিম-ও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। সূত্রের খবর, সলমানের এই সিনেমায় যিশু সেনগুপ্তকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে। 'অন্তিম'-এ একজন শিখ পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে সলমানকে। আর এই প্রথম ভগ্নিপতি আয়ুষ শর্মার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে। ছবিটি পরিচালনা করছেন মহেশ মঞ্জরেকর ।
Post a Comment
Thank You for your important feedback