ভারত বনধ ইস্যুতে ব্যঙ্গে সরব কঙ্গনা

 

ভারত বনধ নিয়ে এবার কাব্য করে নিজের মতামত দিলেন কঙ্গনা রানাউত। মঙ্গলবার আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেবের একটি ভিডিও টুইটারে শেয়ার করেন তিনি। এর আগে কৃষক আন্দোলনের বিরুদ্ধে একাধিকবার টুইটের মাধ্যমে নিজের মতামত ব্যক্ত করেছেন। সম্প্রতি কৃষকদের বিক্ষোভ নিয়ে পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের সঙ্গেও একটি টুইট যুদ্ধে জড়িয়ে পরেছিলেন কঙ্গনা। তবে এবার সরাসরি বিরোধিতা না করে কবিতার মাধ্যমে নিজের কথা বললেন তিনি। এদিন ভিডিও শেয়ার করে তিনি টুইটে লেখেন, 'আও ভারত কো বনধ কর দেতে হ্যায়, ইউ তো তুফানোঁ কি কমি নেহি ইস নাও কো, মগর লাও কুলহারি কুছ ছেদ ভি কর দেতে হ্যায়। রহ রহ কে রোজ মরতি হ্যায় উম্মিদ ইহাঁ।' যার অর্থ, আসুন ভারত বন্ধ করে দিন, যদিও এই নৌকোটিকে আঘাত করতে ঝড়ের অভাব নেই, কিন্তু একটি কুড়ুলও নিয়ে আসুন নৌকায় কিছু ছিদ্রও তৈরির করে দেওয়া যাক। প্রতিদিনই এখানে প্রতিটি আশা মারা যায়। শুধু এতেই থেমে থাকেননি, ঘুরিয়ে আন্দোলন সমর্থনকারীদের কটাক্ষ করে তিনি আরও লেখেন,'দেশভক্তোঁ সে কহো আপনে লিয়ে দেশ কা এক টুকড়া তুম ভি মাঙ্গ লো, আ যাও সড়ক পে অর তুম ভি ধরনা দো। চলো আজ ইয়ে কিসসা হি খতম করতে হ্যায়।' অর্থাৎ দেশপ্রেমিকরাও নিজের জন্য দেশের এক টুকরো চেয়ে নিক। রাস্তায় নেমে আপনিও প্রতিবাদ করেন, আসুন এই গল্প একবারে শেষ করে দিই।

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post