নতুন বছরের প্রথম সপ্তাহেই পুরোনো ছন্দে ফিরতে চলেছে কলকাতা মেট্রো। লকডাউন চালুর আগে যেরকম সূচি মেনে চলতো মেট্রো, প্রায় সেটাই ফিরতে চলেছে। বাড়বে রেকের সংখ্যা, সময়সীমা, শিথিল হচ্ছে ই-পাসের নিয়মকানুন। কলকাতা মেট্রো সূত্রে জানা গিয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে নতুন সূচিতে চলবে মেট্রো। সকাল ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পরিষেবা পাবেন যাত্রীরা। লকডাউনের আগে এই সূচিতেই চলতো কলকাতা মেট্রো। আপ ও ডাউন মিলিয়ে ২২৮টি করে মেট্রো চলাচল করবে দিনে। আবার ই-পাসের ক্ষেত্রেও নিয়ম অনেকটা পরিবর্তন করেছে কর্তৃপক্ষ। জানানো হয়েছে, এবার থেকে অফিস টাইমে লাগবে না ই-পাস। শুধুমাত্র সকাল ৯টা থেকে ১১টা ও বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পুরুষ যাত্রীদের জন্য ই-পাস চালু থাকবে। ফলে বলা যায়, নতুন বছরে পুরোনো ছন্দেই ফিরছে কলকাতা মেট্রো।
Post a Comment
Thank You for your important feedback