ক্রিসমাসের রেস্তরাঁ

ওয়ান ডে ক্রিকেটের টিকিট, অমিতাভ বচ্চনের লাইভ শো এবং ক্রিসমাসে পার্ক স্ট্রিটের রেঁস্তোরায় খাওয়া বাঙালির কাছে এক মস্ত ইজ্জতের ব্যাপার। সারাবছর টিফিনে যারা রুটি আর আলুর তরকারি খান তাঁরাও পয়সা জমান ২৫ ডিসেম্বরে ভালো রেস্তরাঁয় খাওয়ার জন্য। তবে পার্ক স্ট্রিটের হোটেলে দাম খুবই খরচসাপেক্ষ তবুও ভালো খাবার এবং পানীয়ের জন্য দেদার খরচ করতে রাজি বঙ্গ সমাজের বড় এক অংশ। বউ,বন্ধু বা বান্ধবীকে নিয়ে সন্ধ্যার পরেই হাজির হন পার্ক স্ট্রিটে। অবশ্য করোনা আবহে এই বছরে সামাজিক দূরত্ব মেনেই রেস্তরাঁগুলি তাদের পসরা নিয়ে প্রস্তুত।


এই বছর বুকিং ছাড়া প্রবেশ নিষেধ তা আগেই জানিয়ে দিয়েছে খাবারওয়ালারা। জানা গেল, অনেকদিন বাদে এবার থাকবে বহু লোভনীয় খাদ্য। এ বছরের স্পেশাল ডিশে পাওয়া যাবে স্টাফড আপেল পর্ক. রোস্টেড টার্কি, ডাক উইথ অরেঞ্জ সস, লাম্প স্পেশাল ইত্যাদি কন্টিনেন্টাল ডিশ। সাথে তন্দুরি রুটি, পাও কিংবা ফ্রাইড রাইস কিংবা জিরা রাইসও চলতে পারে। সঙ্গে অবশ্যই পছন্দের পানীয়।             

 

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post