বাংলা থেকে সর্বভারতীয় অভিনেত্রী কঙ্কনা

 


অপর্ণা সেনের মেয়ে হওয়া কঙ্কনার সবচেয়ে বড়ো প্রাপ্তি। তবে কঙ্কনা সেনশর্মা কোথাও মাকেও ছাপিয়ে গিয়েছেন। সর্বভারতীয় অভিনয় জগতে অপর্ণা খান চারেক বলিউড ছবি করেছেন। কিন্তু পরিচালনা এবং বাংলার পয়লা নম্বর নায়িকা হওয়ার সুবাদে হিন্দি ছবির বহু অফার ফিরিয়েও দিয়েছিলেন। কঙ্কনা কিন্তু জন্ম প্রতিভা, পড়াশুনা থেকে অভিনয় কোনও ব্যাপারেই ফাঁক রাখেননি। একই সাথে চালিয়ে গিয়েছেন হিন্দি বাংলা ও ইংরেজি ছবি।


মালা সিনহা, শর্মিলা ঠাকুর, মৌসুমী চট্টোপাধ্যায়ের আগে বা পরে আর কোনও অভিনেত্রী একই সাথে বাংলার সাথে হিট হিন্দি ছবির মুখ হয়ে উঠতে পারেননি | বহুদিন বাদে কঙ্কনার আবির্ভাব | যদিও মিস্টার এন্ড মিসেস আইয়ার ছবি করে এবং জাতীয় পুরস্কার পেয়ে বলিউডের চোখে পড়েন কঙ্কনা। তারপর আর ফিরে তাকাতে হয়নি কঙ্কনাকে। নব্য নায়ক থেকে অমিতাভ বচ্চন, তাঁর ছবির বিপরীত অভিনেতা থেকেছেন। এ ছাড়া এ বছর তার পালকে নতুন করে বিদেশী প্রশংসা  তার  ছবি ডলি কিটটি অউর ওহ চমকতে সিতারার  জন্য | প্রাপ্তি বাংলার কঙ্কনা| আজ তাঁর ৪১ বছর পূর্ণ করলেন |

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post