আজ বছরের শেষ সূর্যগ্রহণ, দেখে নিন সময়সূচি


সোমবার বছরের শেষ সূর্যগ্রহণ, জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছেন এটি পূর্ণগ্রাস গ্রহণ। তবে ভারত থেকে দেখা যাবে না ২০২০ সালের শেষ সূর্যগ্রহণ। দক্ষিণ-পশ্চিম আফ্রিকার কিছু অংশ, আমেরিকার দক্ষিণ অংশ, প্রশান্ত মহাসাগরের দক্ষিণ অংশ এবং মেক্সিকোর কিছু অংশ থেকে এই গ্রহণ দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এরমধ্যে কিছুটা অংশ থেকে দেখা যাবে "Rings of Fires" বা আগুনের আংটি। 

চলতি বছরের শেষ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘিরে কৌতূহলের পারদ চড়েছে মহাকাশ বিজ্ঞানী থেকে শুরু করে জ্যোতিষবিদদের মধ্যে। বিশেষ করে বলয়গ্রাস শেষে আগুনের আংটি ঘিরে আগ্রহ তুঙ্গে। বেশ কয়েকদিন ধরেই বিজ্ঞানীরা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে অপেক্ষায় এই দিনটির জন্য। প্রসঙ্গত, সূর্যগ্রহণ নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে নানা কুসংস্কার ও লোকাচার রয়েছে। ভারতে পৌরাণিক ব্যাখ্যাও বেশ জনপ্রিয়। তবে বিজ্ঞানের ব্যাখ্যায়, মহাকাশে নিজ নিজ কক্ষপথে অবিরত পরিভ্রমণ কালে সূর্য চন্দ্র এবং পৃথিবী এক সরল রেখায় অবস্থান করলে, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যখানে চাঁদ অবস্থান কালে (কিছু সময়ের জন্য) চাঁদের ছায়া পৃথিবীতে পড়লে সেই এলাকায় সূর্যগ্রহণ হয়। এখন দেখে নেওয়া যাক, ভারতে সূর্যগ্রহণের সময়কাল। ভারতীয় সময় অনুসারে সোমবার সন্ধ্যা ৭টা ০৪ মিনিটে শুরু হবে গ্রহণ চলবে রাত ১১টা ২৪ মিনিট পর্যন্ত। সূর্যের পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত ৮টা ০৩ মিনিটে চলবে রাত ১১টা ২৪ মিনিট পর্যন্ত।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post