EPL আপডেটঃ ড্র করেও লিগ শীর্ষে লিভারপুল

বছরের শেষে এসে কি জিততে ভুলে গেল লিভারপুল? ইংলিশ প্রিমিয়ার লিগের শেষের দিকের দুটি দলের বিরুদ্ধে পরপর ড্র করেও বছরের শেষে লিগ শীর্ষে রয়ে গেল জুর্গেন ক্লপের দল। বুধবার রাতে লিভারপুল মুখোমুখি হয়েছিল নিউ ক্যাসেল ইউনাইটেডের। ইপিএল লিগ টেবিলের ১৪ নম্বর দল নিউ ক্যাসেলের বিরুদ্ধেও কোনও গোল করতে পারলেন না মহম্মদ শালহ, সাদিও মানেরা। যদিও এদিন অনায়াসে জিততে পারল লিভারপুল। বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করেই জয় হাতছাড়া করল তাঁরা। তবে ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষেই রয়ে গেল ক্লপের দল।

এরমধ্যে ঘরের মাঠে সালহ-রা খেলেছে ৮ ম্যাচ, জিতেছে ৭টি তে। কিন্তু বাইরের মাঠে একেবারেই সাবলীল খেলতে পারছে না জুর্গেন ক্লপের ছেলেরা। এদিন ড্র করেও অবশ্য হতাশ নন তিনি। ক্লপের কথায়, লিগ শীর্ষে আছি, কিন্তু সেটার খুব একটা গুরুত্ব নেই আমার কাছে। ড্র করেও আমরা লিগ শীর্ষে, এটা বুঝিয়ে দেয় যে এই মরসুম কতটা কঠিন। ইপিএলে এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। যদিও পরবর্তী ম্যাচ তাঁরা জিতে যান তবে লিভারপুলকে ছুঁয়ে ফেলবে ম্যান ইউ। 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post