কেরলে বাম দুর্গ অটুট


২০২১ সালে কেরলেও বিধানসভা নির্বাচন। এই একটি রাজ্য যেখানে প্রতি পাঁচবছর অন্তর সরকার বদল হয়ে থাকে, যুগ যুগ ধরে এটাই দস্তুর। কিন্তু এবার কি সেই মিথ ভাঙতে চলেছে? তেমনটাই সাম্প্রতিক পুর ও পঞ্চায়েত নির্বাচনে বামেদের এগিয়ে যেতে দেখা যাচ্ছে। সম্প্রতি হয়ে যাওয়া এই নির্বাচনগুলির সম্পূর্ণ না বেরোলেও মোটামুটি অবস্থান পরিষ্কার হয়ে গিয়েছে | অনেকটাই এগিয়ে সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ এবং বেশ পিছিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ তবে খাতা খুলল বিজেপি।

৯৪১ গ্রাম পঞ্চায়েতে ৫১৬টি বামেদের, জেলা পরিষদে ১৪টির মধ্যে ১০টি, ব্লক পঞ্চায়েতে ১৫২টির মধ্যে ১০৮টি এবং কেরলের ৬টি কর্পোরেশনে এগিয়ে বামেরা। অন্যদিকে, ইউডিএফ পুরসভাগুলোর ৮৬র মধ্যে ৩৫টি দখল করতে চলেছে। তবে নতুনভাবে এসে বিজেপি ২২টি গ্রাম পঞ্চায়েত দখল করতে চলেছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে যেভাবে বামেরা এগিয়ে গেলো তাতে ট্র্যাডিশন ভেঙে ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেই পারে নাম্বুদ্রিপাদের বামেরা।    

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post