মরশুমের সেরা ফুটবলার বাছাইয়ের প্রক্রিয়া শুরু করে দিল বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা (FIFA)। এই মরশুমে পারফর্মেন্সের বিচারে সেরা তিন ফুটবলারের নাম ঘোষণা করল ফিফা। এদের মধ্যে থেকে ফিফার বর্ষসেরা ফুটবলার বেছে নেবেন বিশ্বের সমস্ত স্বীকৃত দেশের কোচ ও ক্যাপ্টেন। চলতি বছরে মেসি রোনাল্ডোর সঙ্গে লড়াইয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেওনডস্কি। সম্প্রতি এই তিনজনের নামের তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে ফিফা। আগামী বৃহস্পতিবার জানা যাবে কে পেতে চলেছে বিশ্বের সেরা পুরুষ ফুটবলারের শিরোপা।
জানা গিয়েছে ইতিমধ্যেই ভোটিং শেষ হয়ে গিয়েছে।
ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন বর্ষসেরা পুরস্কার জেতার জন্য লেওনডস্কিই যোগ্যতম। কারণ বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার গত মরসুমে ৫৫ গোল করেছিলেন। বায়ার্ন মিউনিখের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন। বুন্দেশলিগা ছাড়াও জিতেছেন জার্মান কাপ আর উয়েফা সুপার কাপ। ২০০৮ সাল থেকে ফিফা বর্ষসেরা পুরস্কার ভাগ করে নিচ্ছেন মেসি-রোনাল্ডোরই। কিন্তু ২০১৮ সালে এই পুরস্কার পেয়েছিলেন রিয়াল মাদ্রিদের তথা ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। এবছর কী লেওনডস্কি পারবেন মেসি-রোনাল্ডোদের ছাপিয়ে যেতে? অপেক্ষা আর মাত্র কয়েকদিনের।
🥁 Introducing the finalists for The Best FIFA Men's Player 2020 🏆
— FIFA.com (@FIFAcom) December 11, 2020
🇵🇹 @Cristiano
🇵🇱 @lewy_official
🇦🇷 Lionel Messi#TheBest | #FIFAFootballAwards pic.twitter.com/II15QxBxG4
Post a Comment
Thank You for your important feedback