কারা গেলেন বিজেপিতে


কয়েকদিন ধরেই রাজনীতির বাজারে জোর আলোচনা ছিল শুভেন্দুর সঙ্গে কে কে যাচ্ছেন। উত্তর থেকে দক্ষিণবঙ্গে তৃণমূলের বহু নেতামন্ত্রীর নাম ভেসে বেড়াচ্ছিল বাতাসে। মেদিনীপুরের কলেজ মাঠের অমিত শাহর সভার মঞ্চে কারা ওঠেন সেদিকেই নজর ছিল সবারই। শেষবেলায় জিতেন্দ্র তিওয়ারি পদত্যাগ তুলে তৃণমূলে ফিরে যাওয়ায় সংশয় তৈরি হয়েছিল বাকি নামগুলি নিয়ে।।

যেসব বিধায়ক এদিন যোগ দিচ্ছেনঃ

শীলভদ্র ভদ্র (তৃণমূল) ব্যারাকপুর

দীপালি বিশ্বাস (সিপিএম) গাজোল

বনশ্রী মাইতি (তৃণমূল) কাঁথি উত্তর

অশোক দিন্দা (সিপিআই) তমলুক

তাপসী মণ্ডল (সিপিএম) হলদিয়া

বিশ্বজিৎ কুণ্ডু (তৃণমূল) কালনা

সৈকত পাঁজা (তৃণমূল), (পূর্ব বর্ধমান)

সুদীপ মুখোপাধ্যায়, (কংগ্রেস) পুরুলিয়া

সুকরা মুণ্ডা (তৃণমূল), নাগরাকাটা

অন্যরাঃ

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (প্রাক্তন মন্ত্রী, তৃণমূল) বিষ্ণুপুর

সুনীল মণ্ডল (তৃণমূল) সাংসদ 

দশরথ তিরকে (তৃণমূল) প্রাক্তন সাংসদ 


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post