সুন্দরবনে উদ্ধার বিরল প্রজাতির ডলফিন



সোমবার বসিরহাট মহকুমায় কোড়াকাটি-দুর্গামণ্ডপ এলাকায় মিলল এক বিরল প্রজাতির ডলফিন। স্থানীয় মিলনবাজার সংলগ্ন বোয়ালিয়া নদী থেকে উদ্ধার হয়েছে ডলফিনটি। স্থানীয় মৎস্যজীবীরা জানিয়েছেন, তাঁরা প্রতিদিন বোয়ালিয়া নদীতে জাল পাতে মাছ ধরার জন্য। নদীতে জোয়ার আসায় ডলফিনটি তাতেই চলে আসে বলে অনুমান। কিন্তু ভাটার সময় নদীর জল কমে যায়, তখনই মৎস্যজীবীদের পাতা জালে আটকে যায় ডলফিনটি। এরপরই এলাকার মানুষজনের সহায়তায় মৎসজীবীরা জাল থেকে উদ্ধার করে বিশালাকায় এই ডলফিনটি। খবর দেওয়া হয় বন দফতরের আধিকারিকদের। বন দফতরের তরফে জানানো হয়েছে, ডলফিনটির ওজন প্রায় এক কুইন্টালের কাছাকাছি। ডলফিনটির আকার লম্বায় ১০ ফুট ও চওড়ায় ৩ ফুট। তাঁদের প্রাথমিক অনুমান ডলফিনটি খাবারের সন্ধানে বঙ্গোপসাগর থেকে পথ ভুল করে নদীতে ঢুকে পড়েছিল।    


অপরদিকে, রবিবার বিকেলে ৯২টি কচ্ছপ উদ্ধার করে বারাসাত বন দফতরের কর্মীরা। গোপন সূত্রে খবর পেয়ে গাইঘাটা থানার ধরমপুর বাজারে হানা দিয়েছিল বন আধিাকরিকরা। সেখান থেকে ৯২টি কচ্ছপ সহ দুই বিক্রেতাকে গ্রেফতার করে তাঁরা। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে কচ্ছপ বিক্রেতাদের ওপর নজরদারি চালানো হত। তখনই দেখা যায় ধরমপুর বাজারে কচ্ছপ বিক্রি হচ্ছে রমরমিয়ে। রবিবার বিকেলে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে বারাসত বনদফতর। ধৃতদের নাম গৌতম মজুমদার ও চন্দ্র মাঝি। সোমবার দুই অভিযুক্তে বারাসত আদালতে তোলা হয়েছে।      


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post