জয়রামের টুইটে বাঘের ছবি, স্মৃতিকাতর মাহিন্দ্রা

কর্ণাটকের কোদাগুরে একটি বাড়ির পিছনে রাখা জলের পাত্রে সটান এসে গা ডুবিয়ে দিল বাঘ। সেই ভিডিও শেয়ার করলেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা সোশাল মিডিয়ায় যেমন তাঁর আনন্দের কথা জানিয়েছেন, তেমন কিছুটা স্মৃতিকাতরতাও প্রকাশ করেছেন। কংগ্রেস নেতা জয়রাম রমেশের ভিডিওর রিটুইট করে সুদূর দক্ষিণ ভারতের জেলায় কাটানো শৈশবের স্মৃতি তাজা হয়ে উঠেছে বলে জানান মাহিন্দ্রার।       

ভিডিওটি মিনিট দেড়েকের। দেখা গেল, কোনও একটি বাড়ির পিছনে রাখা রয়েছে জলের একটি পাত্র। সেখানে একটি বাঘ এসে প্রথমে জলের পাত্রটির চারদিক শুঁকে দেখে। তারপর ওই পাত্রের ওপরে উঠে জলে নেমে পড়ে বাঘটি। বেশ কিছুক্ষণ জলে গা ডুবিয়ে বসে থাকে বাঘটি। মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা জয়রাম ট্যুইট জানান, কর্নাটকের নগরহোল অভয়ারণ্য থেকে ছয় মাইল দূরে তাঁদের পরিবারের থাকত। কিন্তু তিনি ওখানে কখনই বাঘ দেখেননি।   

Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post