এত মিথ্যা স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায় নাঃ মমতা


"একগাদা মিথ্যা বলে গেলেন অমিত শাহ।" এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সোমবার তিনি নবান্নে বলেন, শাহ বলেছেন পশ্চিমবঙ্গ শিল্পে জিরো। অথচ ক্ষুদ্র ও ছোট শিল্পে রাজ্য যে প্রথম তা কেন্দ্রীয় সরকারই স্বীকার করেছে। কেন্দ্রীয় সরকারের তথ্যই বলছে, গ্রামীণ রাস্তা তৈরিতেও রাজ্য প্রথম। মিথ্যে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে মানায় না। তাঁর কথায়, বিজেপি টিচিংবাজ পার্টি। রাজনীতির জন্য তারা যা খুশি করতে পারে। সিএএ আইন হওয়ার পর থেকেই তৃণমূল তার বিরোধিতা করছে। তিনি বলেন, রবীন্দ্রনাথের কোনও অবমাননা মানা হবে না। যাঁরা 'জনগণমন' বদলাতে চান, তাদের পরিষ্কার বলে দিন, দেশমাতৃকাকে সমর্পণে ওই গান। 

মমমতার দাবি, দুয়ারে সরকার’ প্রকল্পে দারুণ সাড়া মিলেছে। ২৫ জানুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার চলবে। দুয়ারে সরকার প্রকল্পে ১ কোটি ১২ লক্ষ নাম নথিভুক্ত হয়েছে। সার্টিফিকেটে ৯ লক্ষ ৫১ হাজার আবেদন জমা পড়েছে। ৬৯ হাজার পরিষেবা দেওয়া হয়েছে। তফসিলি বন্ধু ১০ হাজার জমা পড়েছে। পরিষেবা পেয়েছেন ৬ হাজার ৬০০ জন। রূপশ্রী প্রকল্পে ৪৪ হাজার আবেদন জমা পড়েছে। পরিষেবা দেওয়া হয়েছে ২৬ হাজার জনকে।


Post a Comment

Thank You for your important feedback

Previous Post Next Post